
বুধবার, ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি » ডোমারের ভোগডাবুরী ইউপিতে বহিরাগত ব্যক্তির হাতে এক গৃহবধু নির্যাতন
ডোমারের ভোগডাবুরী ইউপিতে বহিরাগত ব্যক্তির হাতে এক গৃহবধু নির্যাতন
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নের সেটের কামাত এলাকার এক মাংস ব্যবসায়ী ও সন্ত্রাসী যুবকের অমানসিক অত্যাচারের স্বীকার হয়েছে বেশ কয়েকটি পরিবারের গৃহবধু ও বৃদ্ধা মহিলারা। এ ব্যপারে কেউ প্রতিবাদ করতে গেলে তাকেও পরতে হয় অমানসিক অত্যাচারের কবলে। জানা গেছে, উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের বিওপি বাজার সংলগ্ন সেটের কামাত এলাকার অপুর পুত্র মাংস ব্যবসায়ী সাইবুল (৩০) দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। এ ব্যপারে গত মঙ্গলবার সন্ধ্যায় উক্ত এলাকার উজ্জ্বলের স্ত্রী পারভিন (২২) সাইবুলের অসামাজিক কাজে প্রতিবাদ করতে গেলে সাইবুল তাকে বেধরক মারপিট করে ঘটনাস্থল থেকে সটকে পরে। পরে এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে সাইবুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে সাইবুল ও তার লোকজন ঘটনাটি আছ করতে পেরে প্রতিটি ব্যক্তির বাড়িতে গিয়ে জীবননাশের হুমকি প্রদান করে। নি¤œআয়ের পরিবারগুলো আজ এই একটি ব্যক্তির জন্য তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে বিপদের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানান এলাকাবাসী। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।