
সোমবার, ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ চিত্র | কুষ্টিয়ার সংবাদ | ক্রাইম রির্পোট | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বছরে চাঁদবাজি ৫ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা ! দলিল লেখক সমিতির অপ্রতিরোধ্য চাঁদাবাজি
বছরে চাঁদবাজি ৫ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা ! দলিল লেখক সমিতির অপ্রতিরোধ্য চাঁদাবাজি
নির্বাক প্রসাশন।কুষ্টিয়া জেলা রেজিষ্ট্রী অফিসে কথিত দলিল লেখক সমিতির নামে ক্রেতা সাধারণের পকেট কাটছে কোটি কোটি টাকা !
জেলা প্রতিনিধি,কুষ্টিয়া ॥
কুষ্টিয়া জেলা রেজিষ্ট্রী অফিসে কথিত দলিল লেখক সমিতির অপ্রতিরোধ্য চাঁদাবাজি অব্যাহত রয়েছে। প্রকাশ্যে এই চাঁদাবাজি চললেও প্রসাশন নির্বিকার। এনিয়ে ভুক্তভোগিদের মনে হাজারো প্রশ্নের সঞ্চার সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া রেজিষ্ট্রী অফিস কে ঘিরে হত্যাকান্ডসহ ঘটেছে নানান অপ্র্রীতিকর ঘটনা। সমিতির অবৈধ্য চাঁদাবাজিকে কেন্দ্র করেই সৃষ্ট ঘটনা ঘটেছে বলেই সংস্লিষ্টদের অভিমত। সরেজমিনে অনুসন্ধানে জানা যায় , গত বছর জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট দলিল সম্পন্ন হয়েছে এগার হাজার একশত পঁয়ষট্টি টি। এতে সমিতির গড়ে দলিল প্রতি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করে কথিত সমিতির নামে ক্রেতা সকলের কাছে আদায় করলে টাকার পরিমান দাড়ায় পাঁচ কোটি আটন্ন লাখ পঁচিশ হাজার টাকা। সরকারী বিধি মোতাবেক রেষ্ট্রিকৃত দলিল প্রতি দলিল লেখক পাবে তিন শত পঞ্চাশ টাকা মাত্র। সেই ক্ষেত্রে কথিত সমিতি দলিলের মূল্য অনুসারে প্রতি লাখে এক হাজার, হ্যাবা দলিল প্রতি ৩ হাজার, ও বায়না দলিল প্রতি ৫ শত টাকা, করে রশিদ বিহীন ক্রেতা সকলের কাছ থেকে জোর পূর্বক আদায় করে আসছে। এ বিষয়ে জেলা রেজিষ্ট্রার প্রভাকর সাহা সাথে মুখামুখি হলে তিনি বিষয়টি জানেন বলে জানান। তবে অবৈধ্য সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে অনেক টাই অপারকতার সুরে কথা বলেন। কথিত সমিতির সভাপতি সোহেল রানা ও সাধারন সম্পাদক ওহাদুজ্জামান লাইজু সাথে সরেজমিনে দেখা ও মুঠোফনে চেষ্টা করেও কথা বলা যায় নাই। একাধিক ভুক্তভুগিদের দাবি নাম সর্বস্ব এ সমিতির বিরুদ্ধে অপ্রতিরোদ্ধ দুর্নিতীর প্রসাশনি কঠোর হস্তক্ষেপ কামনা করে। উল্লেখ্য ইতিপুর্বে রেজিষ্ট্রী অফিসের নাম সর্বস্ব দলিল লেখকের বিরুদ্ধে জেলা প্রসাশন ও আইন শৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান পরিচালনা করলেও দীর্ঘদিন যাবৎ এ অভিযান অদৃশ্য কারনেই আর দেখা যায়না। যার ফলশ্র“তিতে চাঁদাবাজির মাত্রা বৃদ্ধি পেয়ে ক্রেতা ও বিক্রেতার অসহনীয় অবস্থায় পরিনিত হয়েছে। জেলার সুশীল সমাজ মনে করেন সরকারের চলমান দুর্নিতীর বিরোধী অভিযান পরিচালিত হলেও কুষ্টিয়া রেজিষ্ট্রী অফিসের কথিত সমিতিসহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে ধরঁেছায়ার ব্ইারে।