
রবিবার, ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | ধর্ম | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » যেসব কারনে কুরবানি দিলেও হবেনা
যেসব কারনে কুরবানি দিলেও হবেনা
Bijoynews : যেসব কারনে কুরবানি দিলেও হবেনা। কোরবানি শব্দের অনুবাদ ত্যাগ আর ঈদ মানে খুশি।কুরবানির ঈদ মানে খুশির ত্যাগ।আল্লাহর সন্তুষ্টি অরজনের লক্ষে পশু কুরবানি করে বান্দাদের আনন্দবোধ হয়।
কুরবানি হলো ওয়াজিব।অধিকাংশ মুসলমান কুরবানি দিতে চান। কিন্তু অনেকেই কুরবানি সম্পরকে ইসলামের বিধান না জানায় ঠিকমত কুরবানি দিতে পারেনা।ফলে তাদের কুরবানি শুদ্ধ হয়না।
যেসব কারনে কুরবানি দিলেও হবেনা।তা উল্লেখ করা হলোঃ
১)পশু কোরবানির মাধ্যমে মালের কোরবানি হবে সেই সাথে মনেরও কোরবানি হবে।এই কোরবানির ্পশু জবাই করতে প্রচুর পরিমানে টাকা খরচ হয়।এই টাকার প্রতি মায়া ত্যাগ করে কোরবানি দিতে হয়।তাহলেই কোরবানি সহিহ হয়।
২)কো্রবানি করতে গেলে মনের মধ্যে যদি গোশ্ত খাওয়ার চিনতা থাকে তাহলে ওই ব্যাক্তির কোরবানি সহিহ হবেনা।
৩)সুদ,ঘুষ ও অসৎ টা্কায় কোরবানি দিলে কোরবানি সহিহ হবেনা।
৪)কোরবানির পশু ভাগে ক্রয় করলে অংশিদারদের মনের ভেতর কোন প্রকার গলদ থা্কলে কোরবানি হবেনা।
কোরবানি সহিহ করতে মাংশ বন্টন ও বেশ কিছু নিয়ম মানতে হবে।হাদিস শরিফ অনুযায়ী তু্লে ধরা হলো।
১)শরিকে কোরবানি করলে ওজন করে বন্টন করতে হবে।অনুমান করে ভাগ করা জায়েজ নয়।
২)কোরবানি গোশতের এক তৃতীয়াংশ গরিব মিসকিনকে এবং এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনকে ভাগ করে দিতে হবে।
৩)কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়।বিক্রি করলে পূর্ণ টাকা সদকা দিতে হবে।