
সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | নারী ও শিশু নির্যাতন | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বাসার কাজের মেয়ে উপর অমানুষিক নির্যাতন
বাসার কাজের মেয়ে উপর অমানুষিক নির্যাতন
মুহাম্মাদ রেজাউল হোসেন : ঢাকা থেকে : ২০ জুলাই২০২০ :
কাজের মেয়েকে নির্যাতন করতে পারা নারীরাই কি মহারানী? ঢাকা রূপনগর আবাসিক ৯নং রোড, ১৮ নম্বর বাসা; ৪তালা। ৯/১০ বছরের একটা বাচ্চা মেয়ে। ৪তালায় কাজ করে প্রায় চার বছর , বেতন ১ হাজার টাকা। যেই বাসায় কাজ করে সেই বাসার স্বামী-স্ত্রী দুজন মিলে এই ৪ বছর ধরে এই ছোট মেয়েটার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে । অবশেষে আজ এই অত্যাচারীদেরকে স্হানীয় জনতা হাতে নাতে ধরেছে। মেয়েটির ভাস্য অনুযায়ী মেয়েটিজে কে বিভিন্ন ধরনের শারীরিক অত্যাচার করা হয়, কখনও দেয়ালের সাথে মাথায় বাড়ি দেয় , কখন ও রান্না ঘরের গরম খুনতি সহ অনান্য জিনিসপত্র দিয়ে মেয়েটিকে অত্যাচার করা হয়, কখন ও মেয়েটার গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়।