
শুক্রবার, ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » কে সেই সাংবাদিক নেতা ?
কে সেই সাংবাদিক নেতা ?
বিজয নিউজ :
গত ১০ বছর ধরে একজন সাংবাদিক নেতা সংগঠনের নাম ভাংগিয়ে, নামে বে-নামে জেলা প্রশাসক, রাজনৈতিক নেতা,শিল্পপতি, এমপি, জেলা পরিষদ থেকে কখনো এ্র্যাজমা ফাউন্ডেশন, কখনো এনজিও, কখনো সাংবাদিকদের উন্নয়নের কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিযেছে প্রতারণা মাধ্যমে । এখন সে নাকি আঙ্গুল ফুলে কলাগাছ । কখনো ভুয়া “ল” কলেজের প্রিন্সিপাল, কখনো আইনজীবি , কখনো ভূয়া এমফিল ডিগ্রীর পরিচয় দেয়া শিক্ষাগত যোগ্যতায় ভূয়া সনদধারী ওই সাংবাদিক নেতার আমল নামা এখন সরকারের একটি গোয়েন্দা সংস্থার হাতে । কে সেই সাংবাদিক নেতা ? জানার আগ্রহ প্রকৃত সাংবাদিকদের ।