
শনিবার, ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | ঢাকা | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | বরিশাল | ময়মনসিংহ | রংপুর | রাজনীতি | রাজশাহী | শিরোনাম | সংগঠন সংবাদ | সম্পাদকীয় | সিলেট » বে-জন্মাদের গা জ্বলা শুরু…….
বে-জন্মাদের গা জ্বলা শুরু…….
মন্তব্য প্রতিবেদন :
সারা দেশের ন্যায় কুষ্টিয়াতে অনলাইন প্রেসক্লাব গঠিত হওয়ায় নাকি বে-জন্মাদের গা জ্বলা শুরু হয়ে গেছে । আমরা অনলাইন সাংবাদিকরা আমরা আমাদের মত । কারো সাথে আমরা বিরোধে জড়াতে চাই না। তবে কেউ পায়ে পাড়া দিয়ে অহেতুক বিরোধ সৃষ্টি করলে অনলাইন সাংবাদিকরা ছাড় দেবে না।
সত্য প্রকাশে আমরা অবিচল ।
দালালী আর তেল বাজিতে আমরা বিশ্বাসী নই । আমরা যা দেখি তাই লিখি। মহান আল্লাহ, সমাজ এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা আছে । আমরা মনে করি সাংবাদিক হিসেবে আমাদের কেয়ামতের মাঠে জবাব দিহিতা করতে হবে। মনে রেখ দালালী ও চামচামি করে যে অবৈধ সম্পদ অর্জন করেছো তা চিরস্থায়ী নয় । মিথ্যা দিয়ে শুরু যার ভুল দিয়ে শেষ তার । দালালী করতে করতে সাংবাদিক সমাজকে তোমরা কোথায় নামিয়েছো? অসহায় মানুষদের এখন সাংবাদিকদের প্রতি কোন আস্থা নেই । তাই নির্যাতিত জনগণ তোমাদের কারণে এখন সাংবাদিকদের সাংঘাতিক বলে । এ কথা শুনতে লজ্জা করে না ? তোমাদের কারণে প্রকৃত সাংবাদিকরা সমাজে মূল্য পায় না । মানুষ সাংবাদিকদের শ্রদ্ধা করবে , দুর্নীতিবাজ আমলা ও
দুর্বৃত্ত রাজনৈতিক নেতারা ভয় করবে, এটায় সাংবাদিকদের প্রত্যাশা হওয়া উচিৎ। তোমরা তোমাদের মত তেলবাজি করো আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের সুষ্ঠু ধারায় সাংবাদিকতায় নাক ডুবাতে এসো না । নাক কাটা পড়লে আমরা দায়ি নই । অনলাইনের এই মহেন্দ্রক্ষণে তেলবাজ সাংবাদিকদের বলতে চাই “ মাদার গাছের” সাথে গা ঘষার চেষ্টা করো না । শেষে বলতে চাই “ সাংবাদিকরা দালালী ছাড়ুন আর দালালরা সাংবাদিকতা ছাড়ুন।
শামসুল আলম স্বপন
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
জাতীয় অনলাইন প্রেসক্লাব,ঢাকা।
মোবা : ০১৭১৬৯৫৪৯১৯