
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বক্স্ নিউজ | শিরোনাম » যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা শীর্ষক আলোচনা সভা
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা শীর্ষক আলোচনা সভা
বিজয় নিউজ: হাকিকুল ইসলাম খোকন -বিশেষ সংবাদদাতা : গত ১৪ই মার্চ সোমবার, সন্ধ্যা ৮ ঘটিকায়, ইত্যাদি গার্ডেন (সাবেক ফুডকোট), জ্যাকসন হাইটস, নিউইয়র্কে অগ্নিঝরা মার্চ মাসে “বাংলাদেশের স্বাধীনতা অর্জেন বঙ্গবন্ধুর ভূমিকা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুজ্জামান সরদার ও সভা পরিচালনা করেন সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক সুবল দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দিন আজাদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম, সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শেখ আতিকুল ইসলাম, সাখাওয়াত বিশ্বাস, শরীফ কামরুল ইসলাম হীরা, ইলিয়র রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক।উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ উদ্দিন, সহ সভাপতি দুরুদ মিয়া রণেল, আব্দুল হামিদ, এবাদুল হক, হাসান জিলানী, কবির আলী, অতুল প্রসাদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, ইকবাল হোসেন, আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, আইন সম্পাদক বিশ্বজিৎ কুমার পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহমদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়, যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন্দ প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আজাদ বলেন ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্ব শাসনের দাবি থেকে সরে এসে এ ভাষণে সরাসরি বাংলাদেশকে স্বাধীন করার স্পস্ট ঘোষণা দেন। প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন পাকিস্তান সরকার ও সেনাবাহিনি নির্যাতন প্রতিরোধের ডাক দিয়ে বঙ্গবন্ধু সেদিন স্পষ্ট ভাবে ঘোষণা দেন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।সংগঠনের সভাপতি নূরুজ্জামান সরদার তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হতে যাচ্ছে। আর আমরা প্রবাসে থেকেও এর জন্য ঐক্যবন্ধভাবে কাজ করে যাবো। সাধারণ সম্পাদক সুবল দেবনাথ ৭ই মার্চের জাতির জনকের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্যে বলেন রেসকোর্স ময়দানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের যে ঐতিহাসিক ভাষন দেন, এই ভাষণই আজ মহা কালের ইতিহাসে সর্বশেষ্ট রাজনৈতিক ভাষণের তালিকায় উপরের দিকে স্থান পেয়েছে।
সবার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাকা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।