
শনিবার, ২০ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » কানাডা গেলেন হানিফ
কানাডা গেলেন হানিফ
Bijoynews : কানাডা গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার ভোররাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহার উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে রওনা হন। সেখান থেকে তিনি কানাডা যাবেন বলে তার ব্যক্তিগত সূত্র জানিয়েছে। কানাডায় হানিফের স্ত্রী ও দুই ছেলে স্থায়ীভাবে বসবাস করেন। সেখানে তাদের অন্য স্বজনরাও আছেন। স্বজনদের সঙ্গে দেখা করতেই হানিফ কানাডা গেছেন বলে তার ব্যক্তিগত সহকারি তারিকুল ইসলাম টুটুল জানিয়েছেন। তিনি জানান, খুব শিগগিরই মাহবুবুল উল আলম হানিফ দেশে ফিরবেন।