
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » রংপুর | শিরোনাম » গাইবান্ধায় জাতির জনকের ৯৭তম জন্ম দিবস উদযাপন
গাইবান্ধায় জাতির জনকের ৯৭তম জন্ম দিবস উদযাপন
বিজয় নিউজ: ১৭ মার্চ বৃস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস/১৬ উপলক্ষে প্রথম প্রহরে গাইবান্ধা জেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এরপর গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের স্বাধীনতা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্ত্বরেই শেষ হয়। এ উপলক্ষে অন্যান্য দপ্তরের মত গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগেও প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে আনসার ও ভিডিপি কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রমাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সহিদুল হক ও জেলা আনসার ও ভিডিপি দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, বিভিন্ন গার্ডে অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন আনসারসহ বাহিনীর সদস্য-সদস্যাগণ।