
মঙ্গলবার, ৯ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » তেঁতুলিয়ায় জ্বর, সর্দী কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু
তেঁতুলিয়ায় জ্বর, সর্দী কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জ্বর, সর্দী, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বেগম (৫০) নামে এক নারী। আজ সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই নারী উপজেলার দর্জীপাড়া এলাকার মজিবর রহমানের স্ত্রী। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত ওই নারীর পরিবার দুপুর সাড়ে ১২টার সময় জ্বর, সর্দী, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ আবুল কাশেম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মৃত নারীর শরীর থেকে নমুন সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাঠানো হলে বিস্তারিত জানা যাবে। তবে ওই নারীর করোনা উপসর্গের সাথে মিল রয়েছে। #
তেঁতুলিয়ায় গরুকে গোছুল করাতে গিয়ে প্রতিবন্ধীর মৃত্যু
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরুকে গোছুল করাতে গিয়ে পানিতে ডুবে রাজিউল ইসলাম বাঙালী (৪৭) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৮ জুন) সকালে উপজেলার শালবাহন ইউনিয়নের বালাবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই প্রতিবন্ধী একই এলাকার এমাজ উদ্দীনের ছেলে।
শালবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, প্রতিদিনের মত নদীতে সে গরু গোছুল করাতে যায়। এ পর্যায়ে গরু বাড়িতে ফিরে আসলেও সে না আসায় তাকে খোজা হয়। পরে স্থানীয়রা ওই প্রতিবন্ধীর মৃত দেহ নদীর পানিতে স্লাবে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সাতাঁর না জানায় নদীর পানিতে ডুবে মারা গেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।