
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | ক্রাইম রির্পোট | জাতীয় সংবাদ | নারী ও শিশু নির্যাতন | বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » চানাচুর কিনতে যাওয়া ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা
চানাচুর কিনতে যাওয়া ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা
Bijoynews : ভোলার দৌলতখানে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মুদি দোকানে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে ফয়েজ মাঝি (৬০) নামের এক মুদি দোকানীর বিরুদ্ধে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাকে দৌলতখান থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার আজ রোববার সন্ধ্যায় দৌলতখান থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকে অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছেন।
ঘটনাটি ঘটে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুনু ব্যাপারী বাড়ির সামনের অভিযুক্ত বৃদ্ধের মুদি দোকানে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর ভাষ্যমতে, ‘আজ বেলা সাড়ে ১১টায় আমি ছোট ভাইয়ের জন্য ফয়েজ মাঝির মুদি দোকানে চানাচুর কিনতে যাই। চানাচুর কেনা শেষে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হওয়ায় আমি দোকানের পাশে দাঁড়িয়ে থাকি। আশপাশে কোনো মানুষ না থাকায় ফয়েজ মাঝি আমাকে জোরপূর্বক দোকানের মধ্যে তুলে এনে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে।’
ভুক্তভোগী বাবা বলেন, ‘আমার মেয়ের এই সর্বনাশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় একটি ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।