
রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » রসূল এন্টারপ্রাইজে আগুন : ১০লক্ষ, টাকার আসবাবপত্র পুড়ে ছাই
রসূল এন্টারপ্রাইজে আগুন : ১০লক্ষ, টাকার আসবাবপত্র পুড়ে ছাই
জীবন মাহমুদ ডাবলু : গতকাল রাত ৪ঘটিকার সময় বাইপাস রোড ত্রিমোহনীতে আগুনে প্রায় ১০লক্ষ টাকা, ফানিচার পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। এতে মেসার্স রসূল এন্টারপ্রাইজ প্রোপাইটর জুয়েল আহমেদ তাঁর তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠানটি হারিয়ে সমাজের বিত্তবান মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। সমাজের বিত্তবানরা তাঁর এই দুঃসময় সাহায্য না করায় তিনি কুল-কিনারা পাচ্ছেন না । পথে বসার মত অবস্থা হয়ে গেছে তার । অসহায় এই জুয়েল আহমেদ এর পরিবার আর্থিক সহযোগিতার জন্য কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেনের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে।