
সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | ইভটিজিং / ধর্ষণ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » ময়মনসিংহে মুরগীর ফার্মে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ! মামলার ঘটনায় ধর্ষিতার পরিবারকে হুমকি
ময়মনসিংহে মুরগীর ফার্মে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ! মামলার ঘটনায় ধর্ষিতার পরিবারকে হুমকি
Bijoynews :
ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে চর ঘোরামারা গ্রামে মোঃ নূর নবী’র ছেলে মোঃ নাঈম মিয়ার বিরুদ্ধে স্কুল পড়ুয়া ৭ম শ্রেণীর ছাত্রীকে মুরগীর ফার্মে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত (১৮ এপ্রিল) সন্ধায় এঘটনা ঘটে।
এব্যপারে গৌরীপুর থানায় ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। যার মামলা নং ৩৪/১৮২ তারিখ ২৩/০৪/২০২০ইং। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতার বাড়ী ও অভিযুক্ত ধর্ষক মোঃ নাইম মিয়ার বাড়ী পাশাপাশি। ধর্ষিতা সদর উপজেলার রাজগঞ্জ বাজার (সাহেব কাচারী) অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী। বাড়ী থেকে স্কুলে যাতায়াতে বিভিন্ন সময় রাস্তায় যৌন হয়রানিসহ বিভিন্ন ভাবে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়।
এর পর গত (১৮ এপ্রিল) সন্ধা আনুমানিক ৭টা ৩০মিনিটে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে বসত ঘরের পেছনে বাথরুম করতে গেলে জরুরি কথা আছে বলে মুরগী ফার্মে ডেকে নিয়ে মূখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতার ডাক চিৎকার শুনে তার মা সহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক মোঃ নাঈম মিয়া (১৯) দৌড়ে পালিয়ে যায়। ধর্ষিতার পরিবার জানায়, ধর্ষণের বিচারের আশায় থানায় মামলা করায় উক্ত মামলা উঠাইয়া আনার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে।
মামলা উঠাইয়া আনতে রাজি না হওয়ায় গত (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিবাদী অভিযুক্ত ধর্ষক নাঈমের পিতা মৃত শেহের আলীর ছেলে নূর নবী ও তার দুই ভাই নূর মোহাম্মদ মাষ্টার, ও হাবিবুর রহমান (৫৫), ভাতিজা মোঃ সোহাগ মিয়া (২৬) পিতা মোঃ হবিবুর রহমান, ইসমাইল হোসেনের ছেলে মোঃ মামুন মিয়া, মৃত: হাতিম উদ্দিনের ছেলে মোঃ নুরুজ্জামান সহ আরও ৮/১০ জন মিলে লাঠি, লোহার রড ধারা এলোপাতাড়ি মেরে মেয়ের মা’সহ চাচা-চাচী কে আহত করে। এব্যাপারে ধর্ষিতার চাচা মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ আবু সাঈদ বাদী হয়ে গত (২৬ এপ্রিল) থানায় সাধারণ ডায়রি করেছেন। যার নং ৮৮২।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ধর্ষিতার পরিবার নিরিহ। বিবাদীরা প্রভাবশালী। ধর্ষণের মত এমন ন্যাক্কাজনক ঘটনার তিব্র নিন্দা জানিয়ে তারা জানান, ধর্ষণের মামলা হওয়ার পর থেকে পরিবারটি রয়েছে হুমকির মূখে। বিবাদীরা মামলা উঠিয়ে আনার জন্য হুমকি ধমকি দিচ্ছে। এমনকি বাদীর পরিবার উপর বর্বর হামলা করে মারপিট করেছে। আমরা এলাকাবাসী সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সামছুল ইসলাম এর মুঠোফোনে কথা বললে তিনি বলেন, নাঈম এর বিরুদ্ধে মামলা হয়েছে। সে পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতার পরিবারের সদস্যদের মারপিটের ঘটনার তদন্ত করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।