
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » ভৈরব ১ কোটি ৫৫ লক্ষ টাকার চাল চুরি দায়ে পৌর আওয়ামীলীগের সভাপতির ভাই গ্রেফতার
ভৈরব ১ কোটি ৫৫ লক্ষ টাকার চাল চুরি দায়ে পৌর আওয়ামীলীগের সভাপতির ভাই গ্রেফতার
Bijoynews : কিশোরগঞ্জ ভৈরবে ১ কোটি ৫৫ লক্ষ টাকার চাল চুরি দায়ে ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাক্কী বিল্লাহর আপন ছোট ভাই ফারদুল্লাহ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
ভৈরবে সরাসরি খাদ্য গুদাম থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকার চাল ও খালি বস্তা চুরির দ্বায়ে পুলিশের হাতে গ্রেফতার হয়। বর্তমানে কিশোরগঞ্জ জেলা কারাগারে আছেন।
ত্রাণ নিয়ে দুর্নীতি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও এই করােনাভাইরাস পরিস্থিতির মধ্যেও থেমে নেই ত্রাণের চাল চুরি । কিছুতেই থামছে না সরকারি চাল চুরি। প্রতিদিন দেশের কোনো না কোনো জায়গা থেকে আসছে চাল আত্মসাতের খবর।