
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » হরিণাকুণ্ডুতে প্রথম করোনা শনাক্ত আরাফাত গাজীপুর থেকে বাড়ি ফেরা
হরিণাকুণ্ডুতে প্রথম করোনা শনাক্ত আরাফাত গাজীপুর থেকে বাড়ি ফেরা
নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এই প্রথম কভিড-১৯ করোনা রোগী শনাক্ত করা হয়েছে আরাফাত হোসেন (২০) নামক এক যুবকের দেহে। আরাফাত হরিণাকুন্ডু পৌরসভার ৬ নং ওয়ার্ডের টাউয়ার পাড়ার বাবুল হোসেনের পুত্র। সে হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র বলে জানা যায়। চার মাস পূর্বে প্রাণ কোম্পানীতে গাজীপুরে কর্মরত আরাফাত গত ২২ এপ্রিল বাড়ি ফেরে। আরাফাতের দেহে করোনা ভাইরাস শনাক্ত করণ বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ।তিনি গনমাধ্যমকে বলেন, এই প্রথম উপজেলাতে করোনা পজেটিভ রোগীর তথ্য পাওয়া গেল। গত ২৫ এপ্রিল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার সকালে তার দেহে কভিড-১৯ ভাইরাসের পজেটিভ রিপোর্ট পাওয়া যায় বলে তিনি জানান।
হরিণাকুণ্ডু উপজেলা সদরে আরাফাত হোসেন নামে একজন করোনা ভাইরাসে আক্রান্তের খবর বাতাসের বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় কাউন্সিলর আনিচুর রহমান লিটন টাউয়ার পাড়ার যুবকদের সাথে নিয়ে পাড়াটির নিরাপত্তা বিধানের লক্ষে সকালেই কাজ শুরু করেন।
বেলা এগারোটার দিকে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে আরাফাতের বাড়িতে পৌছে তাদের করনীয় বিষয়ে ব্রিফিং প্রদান করেন। সাথে সাথে আরাফাতের প্রতিবেশীদের তাদের প্রতি কোন রকম উশৃঙ্খল আচরণ করা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।
বেলা সোয়া এগারোটার দিকে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, সেনা বাহিনীর টিম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ তার করোনা ইউনিট নিয়ে আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হন। ডা জামিনুর রশিদ অরাফাতসহ তার দুই ভাই এবং মাকে ভীত না হয়ে নিয়ম কানুন মেনে ওষুধ ব্যবহারসহ অন্যান্য প্রয়োজনীয় দিক নির্দেশা প্রদান করেন। সেই সাথে বাড়ির অন্যান্য সকল সদস্যের করোনা টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করেন।
তবে প্রতিবেশীদের অভিযোগ আরাফাত করোনা আক্রান্তের বিষয়ে পূর্ব থেকেই কিছুটা লক্ষণ বুঝা যাচ্ছিল। এবিষয়ে তাদের সাবধানতা অবলম্বন করতে বললে, বাড়ির সকলে প্রতিবেশিদের সাথে বিরুপ আচরণসহ ঝগড়া ঝাটি বাঁধায়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা করোনা আক্রান্ত আরাফাতের বাড়ির চতুর্দিক ঘিরে অর্ধ শত বাড়ি লকডাউন ঘোষনা করেন।