
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা | চট্টগ্রাম | জাতীয় সংবাদ | ঢাকা | বক্স্ নিউজ | বরিশাল | মিডিয়া | ময়মনসিংহ | রংপুর | রাজনীতি | রাজশাহী | শিরোনাম | সম্পাদকীয় | সিলেট » যারা ত্রাণ পাচ্ছে না যারা কষ্টে আছে তাদের নিউজ করুন
যারা ত্রাণ পাচ্ছে না যারা কষ্টে আছে তাদের নিউজ করুন
: শামসুল আলম স্বপন :
করোনা ভাইরাসের কারণে দেশের প্রতিটি জেলায় চলছে লকডাউন । নিম্ন আয়ের মানুষ,নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যে এখন আর পার্থক্য নেই । সবার ঘরেই খাবার সংকট । প্রায় ১ মাস লকডাউনের কারণে সকলেই কর্মহীন হয়ে পড়ায় অধিকাংশ মানুষের হাতে টাকা নেই । চলছে রমযান । কি দিয়ে ইফতার করবে, কি খাবে , কি ভাবে সেহরী খাবে এই নিয়ে সাধারণ মানুষ মহা চিন্তায় । সরকারি ত্রাণ চোর চেয়ারম্যান -মেম্বরদের কবলে । যারা কিছু পাচ্ছে তারাও নাকি দলীয় লোক এ অভিযোগ ভুক্তভোগী মহলের। এ সময়ে জনগণের পাশে জনপ্রতিনিধিরা না থাকায় চরম হতাশায় মানুষ । এর মাঝে সাংবাদিকরা ছুটছে ছিটে ফোটা ত্রাণ বিতরণ করা ছবি তুলে নিউজ করার জন্য । কিন্তু কে ত্রাণ পাচ্ছে না,কার পরিবার কষ্টে আছে এমন নিউজ চোখে পড়ছে না । তাই বিজয় নিউজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন থেকে ব্যক্তিগত উদ্যোগে যারা সহযোগিতা করবে তাদের সংবাদ ছাড়া জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণের কোন সংবাদ বিজয় নিউজে প্রকাশ করা হবে না। যারা ত্রাণ পাচ্ছে না যারা কষ্টে আছে তাদের নিউজ করুন ।