
শনিবার, ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | বরিশাল | রাজনীতি | শিরোনাম » বরিশালে ২৫৬ বস্তা চালসহ ৬ মাস কারাদন্ডের দু’দিন পরই আ’লীগ নেতার জামিন
বরিশালে ২৫৬ বস্তা চালসহ ৬ মাস কারাদন্ডের দু’দিন পরই আ’লীগ নেতার জামিন
Bijoynews : বানারীপাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের কাবিখার ২৫৬ বস্তা চাল সহ গত ১৭ এপ্রিল আটক হন উপজেলা আ’লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলী । এ সময় মোবাইল কোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এর দু’দিন পর ২০ এপ্রিল সোমবার বিকালে বরিশাল এডিএম কোর্টে তার পক্ষে আপিল করা হলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় বরিশাল জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সলিয়াবাকপুর ইউনিয়নে স্কুলের মাঠ ভরাটের জন্য সাড়ে ৭ মে.টন কাবিখার চাল বরাদ্দ দেওয়া হলে প্রকল্প সভাপতি কুদ্দুস হাওলাদার তা বিক্রি করেন। চাল ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলী ওই চাল ক্রয় করে ফেঁসে যান।
এদিকে ক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও বিক্রেতা সিপিসি কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, তদন্তপূর্বক সিপিসি সহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।