
বুধবার, ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আজব দুনিয়া | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » সেই ভিক্ষুক নাজিমুদ্দিন মহানুভবতার পুরস্কার পেলেন
সেই ভিক্ষুক নাজিমুদ্দিন মহানুভবতার পুরস্কার পেলেন
Bijoynews :
শেরপুর জেলার ঝিনাইগাতীর নজিম উদ্দিন ভিক্ষা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা যায় তা দেখিয়ে দিলেন। তিনি তিলে তিলে জমিয়েছিলেন হাজার দশেক টাকা। জাতির এই দূর্দিনে তিনি তা জনগণের জন্য তুলে দেন সরকারী কর্মকর্তাদের হাতে। এতে চারিদিকে বেশ সুনাম ছড়িয়ে পড়ে তার।
মহানুভবতার পুরস্কার পেলেন সেই ভিক্ষুক নাজিমুদ্দিন। তাঁর ঘর তৈরীর জন্য জমানো ভিক্ষার ১০ হাজার টাকা ইউএনও’র হাতে তুলে দেন।
ইউএন ও তহবিলে দান করার সময় তিনি বলেন, আমার বয়স ৮০ বৎসর। আমি আর ঘর দিয়ে কী করব! তাই, দশের (জনগণের) জন্য কষ্ট না হয়, এজন্য সব টাকা দান করে দিলাম, আমার কিছু লাগবে না।
যে সংবাদটি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুহৃদ এই ব্যক্তির মহানুভবতায় খুশি হয়ে তাকে একখণ্ড জমি, পাকা ঘর, আজীবন চিকিৎসা ব্যয় বহন এবং আর যেন ভিক্ষা করতে না হয় সেজন্য একটি দোকান করে দেওয়ার নির্দেশ দেন।
ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ মহোদয়ের উপস্থিতে শেরপুর জেলার জেলা প্রশাসক আনারকলি মাহবুব এ সংক্রান্ত সকল কাগজ নাজিমুদ্দিনের হাতে তুলে দেন।