
সোমবার, ২০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বজ্রপাতে পৃথক স্থানে ৫ জনের মৃত্যু
বজ্রপাতে পৃথক স্থানে ৫ জনের মৃত্যু
Bijoynews :
বজ্রপাতে পৃথক স্থানে ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে শাহজাহান সর্দার (৫৫) ও মো. কামাল হোসেন (২৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় ও রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুই ঘটনা ঘটে।
নিহত শাহজাহান সর্দার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাসিন্দা। কামাল হোসেন কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আবদুল মতিনের ছেলে।
অপরদিকে,কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে আসাদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার সিংপুর ইউনিয়নের নয়াখাল হাওরে এ দুর্ঘটনা ঘটে। আসাদ মিয়া উপজেলার সিংপুর গ্রামের কেনু মিয়ার ছেলে।
অপরদিকে,কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় বজ্রপাতে ইয়াসিন মিয়া (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়নের বজকপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন উপজেলার বজকপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বজ্রপতে মৃত্যুর খর পাওয়া গেছে।