
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » ময়মনসিংহে আরেকজন ডাক্তারের মৃত্যু
ময়মনসিংহে আরেকজন ডাক্তারের মৃত্যু
Bijoynews : সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ডাক্তার জ্যোতি জয়ন্ত চক্রবর্তী। তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের চিকিৎসা কেন্দ্রে কর্মরত ছিলেন। বন্ধুরা ফেসবুকে জানিয়েছেন, করোনায়া আক্রান্ত হয়ে মারা গেছেন ডাক্তার জ্যোতি। তবে হাসপাতাল ও করোনা কন্ট্রোল রুম বলছে, করোনা কি না, তা পরীক্ষা করে আজ বলা যাবে।[৩] কানাডার আলবার্টা বসবাসকারী প্রবাসী বাংলাদেশী ডাক্তার ডাক্তার গুলশান আক্তার ফেসবুকে জানান, তাদের প্রিয় সহকর্মী ডাক্তার জ্যোতি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি স্ক্রিন শটে জ্যোতির একটা স্ট্যাটাস তুলে ধরেন।
[৪] গত ৮ এপ্রিল রাত সোয়া দশটায় দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্য ন্ত তিনি করোনা আক্রান্তদের সেবা করে যেতে চান।
[৫] ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ওয়ার্ড মাস্টার আব্দুল হান্নান রাত আড়াইটার দিকে ফোনে জানান, ডাক্তার জ্যোতি জয়ন্ত পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কি না, তাৎক্ষণিক জানা যায়নি। তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। আজ পরীক্ষা করা হলে জানা যাবে।
[৬] ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার করোনা সংক্রান্ত কন্ট্রোল রুমে কর্তব্যরত জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি এ কে এম মাসুম বিল্লাহ রাত তিনটার দিকে জানান, ডেন্টাল সার্জন ডা.জ্যেতি জয়ন্ত উচ্চ রক্তচাপ জনিত কারণে স্ট্রোক করে বুধবার সন্ধ্যায় পরলোক গমন করেন। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।
[৭] ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীন জানান, ময়মনসিংহে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা মোঃ শাহজাহান নামে একজন মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
[৮] সূর্যকান্ত হাসপাতালে মারা যান ময়মনসিংহের গোলপুকুর পাড় এলাকার ডা. শামস জাভেদ। সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। দু’দিন আগে পরীক্ষা করা নমুনাতে তার করোনা শনাক্ত হয়নি। বুধবার সকালে তাকে হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। তিনি কিশোরগঞ্জের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।