
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » উ. কোরিয়ায় রাষ্ট্র পরিচালনাকারীদের মধ্যে বড় রদবদল
উ. কোরিয়ায় রাষ্ট্র পরিচালনাকারীদের মধ্যে বড় রদবদল
Bijoynews : উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালনার প্রধানদের একটি বড় অংশকে পরিবর্তন করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, দেশটির উর্ধতন কর্মকর্তাদের এক তৃতীয়াংশকেই সরিয়ে নতুনদের সে দায়িত্বে বসানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ও ওয়ার্কাস পার্টির প্রধান কিম জং উনের নির্দেশেই এই রদবদল বলে নিশ্চিত করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার স্বাধীনতার পর থেকেই দেশটির ক্ষমতায় রয়েছে জনপ্রিয় কিম পরিবার। ২০১১ সালে ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন। তিনিই দেশটির সর্বোচ্চ নেতা। গত রোববার দেশটির নীতি প্রণয়নকারী কমিটির প্রধান ১৩ সদস্যকে সরিয়ে দেয়া হয়েছে।
সেখানে নতুনদেরও দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে কেসিএনএ বার্তা সংস্থা।
এর পরদিনই এক বৈঠকে উপস্থিত ছিলেন নতুন সদস্যরা। সেখানে করোনা ভাইরাস মোকাবেলায় সর্বশক্তি নিয়ে জনগণের পাশে থাকার জন্য বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেন কিম জং উন। এসময় কিম জং উনের কাছে একটি রিপোর্ট হস্তান্তর করা হয়। যাতে দেখা যায়, উত্তর কোরিয়ায় এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে দেশটিতে রাষ্ট্রীয়ভাবে এখন থেকে মহামারি প্রতিরোধি প্রচারণা চলবে। যে করেই হোক উত্তর কোরিয়ায় কোভিড-১৯ এর বিস্তার থামানোর কথা বলা হয়েছে ওই রিপোর্টে।
বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। এতে দেখা যায়, সুপ্রিম লিডার কিম ও তার নীতিনির্ধারকরা একটি টেবিলে বসে আছেন। তাদের মুখে কোনো মাস্ক নেই এবং তারা বেশ কাছাকাছি অবস্থান করছিলেন। করোনা নিয়ে কোনো অতিরিক্ত সাবধানতাও দেখা যায়নি সেখানে। দেশটি নাগরিকদের মধ্যে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে এখনো কেউ করোনা আক্রান্ত হননি সেখানে। তবে এখনো বিদেশিসহ প্রায় ৫০০ মানুষ কোয়ারেন্টিনে আছেন দেশটিতে।