
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » বাগুলাট ইউনিয়নের ওএমএস চাউলের ডিলার রুস্তমের ২০০ কেজি কালোবাজারী বিক্রয় করা চাউল উদ্ধার
বাগুলাট ইউনিয়নের ওএমএস চাউলের ডিলার রুস্তমের ২০০ কেজি কালোবাজারী বিক্রয় করা চাউল উদ্ধার
কে এই চাল চোর রুস্তম আলী সরকারি চাউল চুরি করে বিক্রি করার দায়ে তার বিরুদ্ধে মামলা তাকে ধরতে মাঠে পুলিশ
জীবন মাহমুদ ডাবলু / মোহা শাহ আলম রেজা :
- কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর বাজারের ওএমএস ডিলার যুবলীগ নেতা বক্কারের ভাই রুস্তম আলী সরকারি ১০ টাকা কেজি দরের চাউল পার্শবর্তী দোকানদার কিরনের নিকট তিন কিস্তির মাধ্যমে ৪৪০ কেজি চাউল অবৈধভাবে বিক্রয় করে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কুমারখালী উপজেলার নির্বাহি কর্মকর্তার নির্দেশে বাশগ্রাম ক্যাম্প আইসি রেজাউল করিম ২০০ শত কেজি চোরাই চাউল কিরনের বাড়ি থেকে উদ্ধার করে। অসহায় দুস্থদের মাঝে ১০ টাকা কেজি চাউল বিক্রয়ের নির্দেশনা থাকলেও কালোবাজারী করে রাতের আধারে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে রুস্তম আলী দুস্থদের চাউল দীর্ঘ দিন ধরে কালোবাজারী করে বিক্রয় করে থাকেন চাউলের ডিলার রুস্তম আলী স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন রুস্তমের বড় ভাই বক্কার সেখ বাগুলাট ইউনিয়নের একজন বড় নেতা হবার কারনে কাউকে তোয়াক্কা না করে নিজের মন মত অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং কেউ কিছু বলতে গেলে রুস্তম বলে আমার ভাই এলাকার প্রভাবশালী যুবলীগ নেতা আমার কিছু করার মত ক্ষমতা কারুর নেই। এ ব্যাপারে মুদি দোকানদার কিরনের সাথে কথা বললে কিরন বলেন,আমি একজন প্রতিবন্ধী মানুষ চাউলের ডিলার রুস্তম তিন কিস্তির মাধ্যমে আমার কাছে ২৬ টাকা কেজিতে ৪৪০ কেজি চাউল বিক্রয় করে আর পরে আমি সেগুলো ৩২ টাকা কেজি বিক্রয় করি। এ ছাড়াও স্থানীয় এক মুদি দোকানদার কালু আক্ষেপ করে বলেন, সরকারি চাউল দুস্থদের জন্য আসে সেটা কখন আসে কখন বিক্রয় হয় আমরা কিছু জানতেই পারিনা কিন্তু শোনা যায় যে ১০ টাকা মুল্যের চাউল বিক্রয় করার কথা। আশা সমিতির একজন কর্মকর্তা বলেন,ডিলার রুস্তমের কঠোর সাজা হওয়া উচিৎ সরকারি চাউল এটা গরীব দুস্থদের এটা কোন কালোবাজারীর নয় । এ ব্যাপারে রুস্তম আলী বিরুদ্ধে মধু পুর এলাকার সাধারণ মানুষের দাবি যেনো অতি দুরুক্ত পুলিশ রুস্তম আলী কে গেরেফতার করে আইনের আওতায় এনে কঠিন সাস্তি দেয় এবং রুস্তম আলীর বিরুদ্ধে চাউল চুরি আইনে মামলা দায়ের হয়েছে বলে জানাযায় এ বিষয় বাঁশ গ্রাম কেম্পের আই সি রেজাউল করিম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমারা অতি তাড়াতাড়ি আসামি রুস্তম আলী কে গেরেফতার করে আদালতে প্রেরন করবো