
বুধবার, ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » ৭৭০ দিন পর ঘরে ফিরছেন খালেদা জিয়া
৭৭০ দিন পর ঘরে ফিরছেন খালেদা জিয়া
Bijoynews : অবশেষে মুক্তি পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাভোগের পর আজ বুধবার (২৫ মার্চ) বেলা তিনটা পাঁচ মিনিটে ছাড়া পান তিনি।
বিএনপির চেয়ারপারসনের একটি ঘনিষ্ঠ সুত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আরও জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি দেয়ার পর পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব তাকে গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুক্তি দেয়ার পর থেকে এই ছয় মাস গণনা শুরু হবে।
এদিকে প্রধান দুইটি শর্তে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে আইনমন্ত্রী জানান। সেগুলো হলো, এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পাঁচ বছরের দণ্ড দেন আদালত। ওই মামলায় আপিলের পর হাইকোর্টে যা বেড়ে ১০ বছর হয়। দণ্ড ঘোষণার দিন থেকেই কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। অবশেষে ৭৭০ দিন পর ঘরে ফিরছেন খালেদা জিয়া।