
বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » বরিশাল | শিরোনাম » পিরোজপুরো তুষখালী বাজের আগুন : তেলের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মিভূত
পিরোজপুরো তুষখালী বাজের আগুন : তেলের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মিভূত
বিজয় নিউজ:
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের তুষখালী বাজারে এক ভায়াবহ অগ্নিকান্ডে একটি দোতলা বিল্ডিং, তেলের গোডাইন ও একটি ভাঙ্গারি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টায় দিকে মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সকালে তুষখালী বাজারে জনৈক তারেকের তেলের দোকান থেকে সর্ট সার্কিটে এ আগুনে সূত্রপাত হয়। তেলের কারণে মূহুর্তেই আগুন পাশের দোকান ও দ্বিতল ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও পিরোজপুরের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ওসি আরো জানান, আগুনে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।