
রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ার মিরপুরে পৃথক অভিযানে ধর্ষণের অভিযোগে ২ জনকে পুলিশ আটক করেছে
কুষ্টিয়ার মিরপুরে পৃথক অভিযানে ধর্ষণের অভিযোগে ২ জনকে পুলিশ আটক করেছে
Bijoynews : কুষ্টিয়ার মিরপুরে পৃথক অভিযানে ধর্ষণের অভিযোগে ২ জনকে পুলিশ আটক করেছে।
আটককৃতরা হলো ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে মিঠুন সরদার (২৬) ও তালবাড়ীয়া ইউনিয়নের চাড়–লিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে অন্তর (১৮)।
রোববার (৮ মার্চ) রাতে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে টলি চালক অন্তরকে আটক করে। অন্তর তালবাড়ীয়া সারকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫র্ম শ্রেনীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর যাবত ধর্ষণ করে আসছিলো। রাতে ওই ছাত্রীর বাবা অন্তরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ তাকে আটক করে।
অন্যদিকে পৌরসভার খন্দকবাড়ীয়া মহল্লার একটি বাড়ী থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মিঠুনকে আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত