অহনা বললেন ভিন্ন কথা
বিজয় নিউজ: অহনা ছোট পর্দায় কাজ করার মধ্য দিয়ে শোবিজে পথচলা শুরু করলেও ২০০৮ সালে ‘চাকরের প্রেম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। রকিবুল আলম রকিব পরিচালিত এ ছবিতে নায়ক হিসেবে তিনি পান আমিন খানকে। ছবিটি ব্যবসায়িক সাফল্য পেলেও বড় পর্দায় আর মুখ দেখাতে চাননি অহনা। একের পর এক নাটক, ধারাবাহিক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এর প্রায় তিন-চার বছর পর তাকে বড় পর্দায় আবার ফিরিয়ে আনেন নির্মাতা এফ আই মানিক। ছবির নাম ‘দুই পৃথিবী’। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। আসছে ঈদের পর মুক্তি পাচ্ছে অহনার ক্যারিয়ারের তৃতীয় ছবি ‘চোখের দেখা’। পি এ কাজল পরিচালিত ছবিটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিতে অহনার বিপরীতে অভিনয় করেছেন সাইমন। ইতিমধ্যে এ ছবির কিছু গান ইউটিউবে প্রকাশ করেছেন পরিচালক। এরমধ্যে কনকচাঁপা ও আরিফের গাওয়া ‘ডুববো আমি’ শিরোনামের একটি গানের দৃশ্য নিয়ে বেশ আলোচনাও চলছে। বিশেষ করে এ গানে অহনার পরনে থাকা পোশাক নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে অহনা এ প্রসঙ্গে বললেন ভিন্ন কথা। তিনি মানবজমিনকে বলেন, পুরো ছবিতে আমার ও সাইমনের কোনো রোমান্টিক দৃশ্য ছিল না। তাই পরিচালক দর্শকের কথা মাথায় রেখে একটি গানে রোমান্টিকভাবে আমাদের উপস্থাপনের চেষ্টা করেছেন। কিন্তু এই গানটিকে ঘিরে অনেকে নোংরা কথা বলছেন। আমার বক্তব্য হচ্ছে, ঢালিউডে অন্য নায়িকারা এর চেয়েও খোলামেলা পোশাক পরেছেন। আমার পোশাক খোলামেলা হয়ে থাকলে ওদেরটা কি! আমার এ গানটি নিয়েই কেন সবার আপত্তি? দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ থাকছে। এদিকে সাইমন ও অহনার পাশাপাশি এ ছবিতে আরেক অভিনেতা শতাব্দী ওয়াদুদও অভিনয় করেছেন। ছবিটিতে অহনার চরিত্রের নাম রোজ। একপর্যায়ে কাহিনীতে তাকে অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। কুশলী মাল্টিমিডিয়া প্রযোজিত ‘চোখের দেখা’ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন পি এ কাজল। ছবিটি ২৩শে আগস্ট সারা দেশে মুক্তি পাবে। এ ছবির বাইরে আসছে ঈদে অহনা ছোট পর্দার জন্য মোট ১১টি খণ্ড নাটক, টেলিছবি এবং ছয় পর্বের ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঈদের জন্য বেশকিছু কাজ করা হয়েছে। সবক’টির নাম এ মুহূর্তে মনে নেই। তবে এস এ হক অলিকের পরিচালনায় ‘হানিমুন এক্সপ্রেস’ নামক নাটকে কাজ করেছি। এখানে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন মীর সাব্বির ও ইমন। এছাড়া শাহরিয়ার হোসেনের পরিচালনায় ‘সরল প্রেম’ ও আশিষ রায়ের ‘থামলে ভালো লাগে’ নামের একটি নাটকে কাজ শেষ করলাম। সবকিছু মিলে কাজগুলো ভালো হয়েছে। আশা করি, দর্শকরা ঈদে টিভিপর্দায় এগুলো উপভোগ করবেন। অহনা জানান, সামনেই তিনি নতুন একটি ছবির কাজে হাত দেবেন। আগস্টে শুরু হতে যাওয়া এ ছবির নাম ‘মন যারে চায়’। এটিও পরিচালনা করবেন পি এ কাজল। এতে তার নায়ক হিসেবে দেখা যাবে সাইমনকে। নতুন ছবিতে কাজের বিষয়ে অহনা বলেন, ‘চোখের দেখা’ ছবিটি অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন পি এ কাজল। সিলেট, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে এ ছবির দৃশ্যধারণের কাজ হয়েছে। গানগুলোও বেশ ভালো হয়েছে। সবকিছু বুঝেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি। তাই আমার মনে হয় এ কাজটিও ভালো হবে। ‘মন যারে চায়’ রোমান্টিক একটি নাম। গল্পও তাই। রোমান্টিক ঘরানার এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন বলেই আশা করছি।