
মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | পজেটিভ বাংলাদেশ | বক্স্ নিউজ | শিরোনাম » বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার মধ্যে ৭৯ লক্ষ ২৫ হাজার টাকা অনুদান প্রদান
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার মধ্যে ৭৯ লক্ষ ২৫ হাজার টাকা অনুদান প্রদান
Bijoynews :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার সকাল ১১টায় কনফারেন্স রুমে ২৪০তম প্রশিক্ষণ, অনুদান প্রদান ও পর্যালোচনা সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব জনাব হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি। উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তাবৃন্দ ও ২৮টি সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। এ যাবৎ ১,১২০টি সহযোগী সংস্থার মধ্যে সর্বমোট ১৪১ কোটি ৪০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ সভায় ২৮টি সহযোগী সংস্থার মধ্যে ৭৯ লক্ষ ২৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ অনুদানের অর্থে সহযোগী সংস্থাসমূহ ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, বানরের খাবার বিতরণ, গাভি ও ছাগল প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান, কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ, ঘর নির্মাণ, প্রতিবন্ধী উন্নয়ন, ভ্যান প্রদান, বিরোধ নিষ্পত্তি, ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করবে। উল্লেখ্য যে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারের অর্থে দেশের জাতীয় পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওসমূহের মধ্যে অনুদান প্রদান করে থাকে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সদর আলী বিশ্বাস প্রশাসনের সাথে সমন্বয় করে মুজিববর্ষ পালনের পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, অস্তিত্বে ঝুকিতে থাকা হতদরিদ্রদের তুলে আনাই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মূল কাজ। তিনি কাজ করতে গিয়ে অনুভব করেন যে, অনেক সহযোগী সংস্থা বিএনএফ-এর সঙ্গে অনেক বছর যাবৎ কাজ করে যাচ্ছে। অনেক সহযোগী সংস্থার অফিস ব্যবস্থাপনাসহ অন্যান্য কাজ-কর্মে দুর্বলতা দেখা যায়। কর্মসূচি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং প্রায় প্রত্যেক প্রশিক্ষণ, অনুদান ও পর্যালোচনা সভায় এ বিষয়ে বলার পরও আশানুরূপ উন্নতি না হওয়া দুঃখজনক। সহযোগী সংস্থার নিষ্ঠা ও মনোযোগসহকারে কাজ করলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব বলে তিনি মনে করেন। সরকারের একক প্রচেষ্টায় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সম্ভব না। দেশের এনজিওসমূহ এখন সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সমাজে অনেক হতদরিদ্র লোক আছে, যাদের কাছে অন্যান্য প্রতিষ্ঠান তেমন যায় না। এ হতদরিদ্র খুঁজে তাঁদের উন্নয়নের জন্য সততা ও নিষ্ঠার সাথে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
সভাপতি মহোদয় বলেন, মানুষ মানুষের জন্য। মানুষ দুইভাবে কাজ করে থাকে। কেহ জনগণের জন্য এবং কেহ নিজের জন্য। তবে, মানুষের জন্য কাজ করা খুবই কঠিন। দেশের জন্য ও জনগণের জন্য কাজ করা অনেকে বিশেষ করে নিজের পরিবার পছন্দ করে না। এ কাজ করতে গেলে চাপ আসে। সে চাপ সহ্য করে, যুদ্ধ করে এগিয়ে যেতে হয়। দেশের এনজিওসমূহ সে চাপ সহ্য করে, যুদ্ধ করে টিকে আছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যেখানে অন্ধকার থাকে সেখানে বাতিও জ্বলে। এনজিওসমূহ সে বাতির কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনও দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সহযোগী সংস্থার সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।