শেষ হলো দম্পতি মেলা
বিজয় নিউজ: দ্বিতীয়বারের মতো দম্পতি দিবস পালনের মধ্য দিয়ে ১৫ই মার্চ ইতি টানা হলো সাড়া জাগানো দম্পতি মেলা-২০১৬ এর। দম্পতি দিবস পালনের উপলক্ষ নিয়ে ১১ই মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় শুরু হয় ৫ দিনব্যাপী এ দম্পতি মেলা। কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের উদ্বোধনে ওইদিন বিকাল ৪টা থেকে শুরু হয় মেলার কার্যক্রম। মেলায় প্রতিদিন নানা আয়োজনের মাঝে ছিল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ও খ্যাতিমান ব্যক্তিদের আলোচনা। যেমন: দ্বিতীয় দিন ছিলেন ছুটির ঘণ্টাসহ নানা বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান, চলচ্চিত্র সাংবাদিক ও গবেষক অনুপম হায়াত, নৃত্যশিল্পী ও অভিনেত্রী লায়লা হাসান। তৃতীয় দিন উপস্থিত ছিলেন নাট্যানুবাদক অধ্যাপক আবদুস সেলিম, অর্থনীতিবিদ হাওলাদার আবদুর রাজ্জাক। চতুর্থদিন উপস্থিত ছিলেন গীতিকার শহীদুল্লাহ্ ফরায়েজী এবং সুরকার আজাদ রহমান। দাম্পত্য জীবন নিয়ে আলোচনা, নানা বয়স ও পেশার দম্পতিদের দাম্পত্য ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল প্রতিদিনের মঞ্চ আয়োজন। এছাড়া মেলায় ছিল বেশকিছু স্টল, হলুদ অনুষ্ঠান ও বরবধূ সাজে ফটোসেশনসহ নানা মজার আয়োজন। মেলা চলে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলার ৫ম দিন ১৫ই মার্চ সমাপক দম্পতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও তার স্ত্রী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কৃষ্টি হেফাজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (বিপণন) এবং দম্পতি সোসাইটির উপদেষ্টা জিএম মো. শামসুল হুদা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী এবং দম্পতি সোসাইটির উপদেষ্টা লায়লা হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতুল্লাহ ও জীনাত বরকতুল্লাহ্, দম্পতি সোসাইটির সভাপতি আরজুমান্দ আরা বকুল, সাধারণ সম্পাদক উজ্জল আহম্মেদ, কোষাধ্যক্ষ রহীম সরওয়ার, যুগ্ম সম্পাদক মৌমিতা রহমানসহ দম্পতি সোসাইটির অন্য নেতৃবৃন্দ।