
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম » কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন, রেজিঃ নং খুলনা ২০৬৯ এর ২০২০ ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। ৯টি পদের বিপরীতে একটি মাত্র প্যানেল নির্বাচনে অংশ গ্রহন করায় সব কয়টি পদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিরা হলেন, সভাপতি পদে আব্দুর রাজ্জাক বাচ্চু (মাই টিভি ও দৈনিক আমাদের কন্ঠ), সহ-সভাপতি পদে লুৎফর রহমান কুমার (সম্পাদক-দৈনিক মাটির ডাক), সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম মুকুল ( দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক এম এ জিহাদ (এফএনএস নিউজ), সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিপাই ( দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ এনামুল হক (দৈনিক আমার বার্তা), প্রচার সম্পাদক নূরুন্নবী বাবু ( দৈনিক সময়ের কাগজ), দপ্তর সম্পাদক আব্দুম মুনিব ( দৈনিক আমাদের অর্থনীতি) ও নির্বাহী সদস্য হায়দার আলী ( দিন পরিবর্তন)।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশীল গত ২৮ জানুয়ারী’২০ ঘোষনা করা হয়। ০৬ই ফেব্র“য়ারী ’২০ মনোনয়নপত্র ক্রয় এবং ৬-৭ ফেব্র“য়ারী মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ঘোষনা করা হয়। ১৫ই ফেব্রুয়ারী’২০ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য্য করা হয়। ৬ই ফেব্র“য়ারী ৯জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন এবং ৭ ফেব্র“য়ারী ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনারের নিকট জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে সব কয়টি মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটি বৈধ ঘোষনা করেন। ১৫ই ফেব্র“য়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচন পরিচালনা কমিটি ৯জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুড়ান্ত নির্বাচিত ঘোষনা করেন। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ্যাড.শাতিল মাহমুদ, সদস্য সচিব মুজিবুল শেখ, সদস্য শেহাব উদ্দিন। উল্লেখ্য কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্য নির্বাহী কমিটি ১৮ আগষ্ট-২০১৯ সভায়, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সাধারণ পরিষদের সভায় এবং ২৮ অক্টোবর ২০১৯ নির্বাচন পরিচলানা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেগ তফসিল ঘোষনা করা হয়।