
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিক্ষা সংবাদ | শিরোনাম » শিক্ষাক্ষেত্রে পি এস সি ও জে এস সি’ র গুরুত্ব কতটুকু ?
শিক্ষাক্ষেত্রে পি এস সি ও জে এস সি’ র গুরুত্ব কতটুকু ?
এস,এম,কে নাহার :
আমরা মুখে বলি শিক্ষাই জাতির মেরুদন্ড। আজ যারা দেশে পরিচালনা করছে তাদের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই পি এস সি ও জে এস সি’ ডিগ্রী তো তাদের নেই । দেশ পরিচালনায় তাতে কি তাদের কোন সমস্যা হচ্ছে ? পি এস সি ও জে এস সি’র আগে আমরা যারা লেখাপড়া করে আসছি তাদের থেকেকি পিএসসি ও জেএসসি’র ছাত্র/ছাত্রীরা বেশী মেধাবী ? এই পিএসসি ও জেএসসিতে ভালো রেজাল্ট করানোর কথা বলে শিক্ষকরা কোচিং বাণিজ্য করছে । যারা বিত্তবান, যাদের টাকা-পয়সা আছে তাদের সন্তানরা ভালো রেজাল্ট করছে । আর যারা হতদরীদ্র ,দরীদ্র কিংবা মধ্যবিত্ত তাদের সন্তানরা মেধাবী হয়েও টাকার কাছে হেরে যাচ্ছে ।
পি এস সি ও জে এস সি’র কুফল:
রেজাল্ট ভালো করার অজুহাতে পিএসসি ও জেএসসি’র অভিভাবকরা কমলমতি ছেলে মেয়েদের চরম মানুষিক চাপের মুখে রেখেছেন । কেননা ভালো রেজাল্ট না করলে মা-বাবা’র সম্মানের হানি হচ্ছে । তারা সোসাইটিতে মুখ দেখাতে পারছে না। গরীব পিত- মাতা তাদের সন্তানের জন্য হোম টিচার দিতে না পারায় সে পরীক্ষায় খারাপ করছে। যারা একাধিকবার ফেল করছে তারা লেখা পড়া ছেড়ে দিয়ে অসামাজিক পথে পা বাড়াচ্ছে। । যারা জেএসসিতে দুই বার আটকে যাচ্ছে তাদের আর লেখা পড়ার প্রতি মনোযোগ থাকছে না । ওই সব বার বার ফেল করা শিক্ষার্থীরা বলতে বাধ্য হচ্ছে আমার দ্বারা আর লেখা-পড়া করা সম্ভাব হবে না । হতাশায় নিমজ্জিত শিক্ষার্থীরা নেশা আর অসৎ পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। আমার মনে হচ্ছে লেখা পড়ার অধিকার যেন শুধু বিত্তবানের সন্তানদের জন্য । তা না হলে এত নিয়ম নীতি কেন ?
মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিত্তিকে সাধুবাদ জানায়। তিনি যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন তা অব্যাহত থাকলে সুবিধা বঞ্চিতদের ছেলে মেয়েরা লেখা পড়া শিখতে পারবে । তবে পিএসসি ও জেএসসি থাকার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না । এর কারণে শতভাগ শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা আদৌও সম্ভব হবে না। শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন পিএসসি জেএসসি’র কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য চলছে । যারা কোচিং করে তাদেরকে ভালো রেজাল্ট দেয়া হয় আর যারা কোচিং করে না তাদের রেজাল্ট খারাপ হয়। শিক্ষামন্ত্রী এর আগে বলেছিলেন পিএসসি - জিএসসি থাকবে না কিন্তু এখানো তা বাস্তবায়ন হয়নি।
পিএসসি - জেএসসি পরীক্ষা উঠিয়ে দিয়ে সার্বজনীন বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক এটা আমাদের দাবি ।