সৌম্যর ইতিহাসের সেরা ক্যাচ
বিজয় নিউজ: হি মে বি ইফফি ইন দ্য স্লিপ, বাট সৌম্য অন দ্য আউটফিল্ড ইজ অ্যাবসোল্যুট গোল্ড- গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালে এমন মন্তব্য বিশেষজ্ঞ ধারাভাষ্যকারের। সাম্প্রতিক ক্রিকেটে সীমানা দড়ির আশপাশে সৌম্য সরকারের দারুণ ফিল্ডিং নজর কাড়ছিল ঘনঘনই। এবার ক্রিকেট ইতিহাসের সেরা এক ক্যাচ লুফে নিলেন সৌম্য সরকার। গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অবিশ্বাস্য এক ক্যাচ তালুবন্দি করেন বাংলাদেশের এ তরুণ ফিল্ডার। পাকিস্তান ইনিংসের ১৬.৪তম ওভারের ঘটনা। ব্যক্তিগত ৬৪ রানে ব্যাট করছিলেন পাক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির এক ডেলিভারিকে জোরালো স্লগ সুইপে শূন্যে হাঁকান পাকিস্তানের ওয়ানডাউন এ ব্যাটসম্যান। উড়ন্ত বল তখন মিড উইকেট দিয়ে সীমানা পার করছিল। অনেকটা বাঁ-দিকে দৌড়ে সৌম্য বল লুফে নেন। কিন্তু তখনও চমকের বাকি ছিল। বল মুঠোয় সৌম্য শরীরের ভারসাম্য হারিয়ে দড়ির বাইরে ছিটকে যাচ্ছিলেন। ত্বরিত বল সীমানার ভেতরে শূন্যে ছুড়ে দেন সৌম্য। ভারসাম্য সামলে নিয়ে দড়ির ভেতর থেকে সৌম্য ফের তালবন্দি করেন বল। সাম্প্রতিক ক্রিকেটে ফিল্ডিংকালে স্লিপে বারবার ক্যাচ হাতছাড়া হচ্ছিল সৌম্য সরকারের। কিন্তু ৩০ গজ বৃত্তের বাইরে সৌম্য সরকারের ফিল্ডিংটা বরাবরই অসাধারণ। সদ্য এশিয়া কাপে দুবার ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার পান তিনি।
সাব্বিরের
‘গোল্ডেন রান’
গতকাল ব্যাট হাতে ১৯ রানে ২৫ রান করেন সাব্বির রহমান। এতে চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০ রান পূর্ণ হয় সাব্বিরের। এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের ৪০০ রানের প্রথম নজির এটি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এমন কৃতিত্ব দেখালেন সাব্বিরসহ মাত্র ৯ জন ব্যাটসম্যান। গতকাল ২৫ রানের ক্ষণস্থায়ী ইনিংসে সাব্বির হাঁকান ৫টি বাউন্ডারি।