
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ জগত | আইন- আদালত | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » কুষ্টিয়া ভেড়ামারায় প্রবাসীর স্ত্রীকে বিরক্ত করায় ১ বছর কারাদন্ড।
কুষ্টিয়া ভেড়ামারায় প্রবাসীর স্ত্রীকে বিরক্ত করায় ১ বছর কারাদন্ড।
Bijoynews : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পরাণখালী গ্রামে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ।
দন্ডপ্রাপ্ত হলেন-জুনিয়াদহ ইউনিয়নের পরাণখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে লায়েব আলী (২৮)। স্থানীয় সুত্রে জানা যায়, স্বামী বিদেশ থাকার সুযোগে এই প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন এই লম্পট বখাটে। এই বিষয়ে অনেক দিন লম্পট লায়েব আলীকে সর্তক করা হলেও সে কোন কথায় কর্ণপাত করতেন না। প্রায় সময় মোবাইলে ও বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে এই মহিলা কে উত্যক্ত করতন। স্থানীয় সুত্র আরও জানা যায়, কিছুদিন আগে মহিলার ঘরের দরজা ভেঙে তাঁকে শ্লীলতাহানির চেষ্টাও করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাহিতা মহিলাকে বিরক্ত করার অপরাধ প্রমানিত হওয়ায় লায়েব আলী(২৮), পিতা বাবলু হোসেন গ্রাম-পরানখালী, জুনিয়াদহকে দণ্ডবিধি ১৮৬০ এর বিধি ৫০৯ মোতাবেক ১ (এক বছর) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ আরো বলেন, অপরাধ দমনে অভিযান চলমান থাকবে।