
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | পজেটিভ বাংলাদেশ | বক্স্ নিউজ | শিরোনাম » ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো বাংলাদেশ
Bijoynews : বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১৮ দিনব্যাপী নৌবাহিনীর বার্ষিক মহড়ার শেষ দিন আজ বুধবার সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
মহড়ার শেষদিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সে সাথে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
এ দিন মহড়ার মূল আকর্ষণ ছিলো নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। তাছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শোল্ডার লাঞ্চড স্যাম ফায়ারিং, অ্যান্টি এয়ার রেপিড ওপেন ফায়ার, আরডিসি ফায়ার, ডিবিএসএস/নৌকমান্ডো মহড়া ও নৌযুদ্ধের কলাকৌশল।
১৮ দিনব্যাপী এ মহড়ায় নৌ বাহিনীর ওপিভি, মাইন সুইপার, পেট্রল ক্রাফট, মিসাইল বোট,ফ্রিগেট, করভেট,মেরিটাইম পেট্রল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার অংশ নেয়। নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড মহড়ায় অংশ নেয়।