
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিবিধ » দর্শনার মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপুর্তি উৎসব শুরু আজ
দর্শনার মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপুর্তি উৎসব শুরু আজ
বিজয় নিউজ: আব্দুর রহমান(জসিম),জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূতি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা আনুষ্ঠানিকতার। তিনদিনব্যাপি উৎসবের সূচনা হবে বৃহস্পতিবার বিকেল চারটায়। উৎসব উপকরণ বিতরণ ও দর্শনার বিভিন্ন বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বড় পর্দায় সিনেমা প্রদর্শন হবে। রাত ১২টায় দর্শনার কেরু এন্ড কোম্পানি চিনিকলে সাইরেন বাজানো হবে। সাথে সাথেই দর্শনার নির্দিষ্ট কিছু স্থানে আতশবাজি দিয়ে আলোকিত করা হবে পুরো দর্শনা।
উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার সকাল ৯টায়। উৎসব উদ্বোধন করবেন পিকেএসএফ এর চেয়ারম্যান ও উৎসবের প্রধান অতিথি ড. কাজী খলীকুজ্জামান আহমদ। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসান থাকবেন বিশেষ অতিথি। শোভাযাত্রা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারাদিনব্যাপি। সন্ধ্যায় ভারতের জীবনমুখি শিল্পী নচিকেতা চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করবেন।
শনিবার ‘দর্শনার বর্তমান শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থান ও উত্তরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। এরপর গল্প, ছড়া ও চিঠি পাঠ এবং আড্ডা ছাড়াও থাকবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও জাতীয় পর্যায়ে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব পরিষদের সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর জানান, সব প্রস্তুতি শেষ। উৎসব শুরুর আগেই শুরু হয়ে গেছে উৎসব। দর্শনার যেসব মানুষ এখন দেশের বিভিন্ন প্রান্তে তারা ছুটে আসছেন দর্শনায়।