
বুধবার, ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বছরের শেষ সূর্যাস্ত!
বছরের শেষ সূর্যাস্ত!
Bijoynews : ক্যালেন্ডারের পাতা থেকেই শুধু নয়, আমাদের জীবন থেকেও চিরকালের জন্য বিদায় নিচ্ছে ২০১৯ সাল।
সুখ-দুঃখ, হাসি-কান্নায় প্রত্যেকের জীবনে কতোই না উত্থান-পতন হলো এই এক বছরে। বিদায় নিলেও প্রত্যেকের ব্যক্তিগত আনন্দ-বেদনার স্মৃতিতে ধরা থাকবে এ বছর। মণিকোঠায় জ্বলবে গোধূলি সূর্যের মতো।
ডুবতে বসেছে বছরের শেষ সূর্য। চলুন পাঠক সেই সূর্যাস্তে নজর বুলিয়ে কালের সাক্ষী হয়ে থাকি আমরা প্রত্যকেই…
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট- ডি এইচ বাদল।