
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বোয়ালখালীতে হিন্দু মেয়ের পালিয়ে বিয়ে ছেলেকে না পেয়ে বৃদ্ধ পিতা ও বড় ভাইয়ের উপর পুলিশী নির্যাতনের অভিযোগ
বোয়ালখালীতে হিন্দু মেয়ের পালিয়ে বিয়ে ছেলেকে না পেয়ে বৃদ্ধ পিতা ও বড় ভাইয়ের উপর পুলিশী নির্যাতনের অভিযোগ
Bijoynews : বোয়ালখালীতে পালিয়ে বিয়ে ছেলেকে না পেয়ে বৃদ্ধ পিতার উপর পুলিশী নির্যাতনের অভিযোগ
সত্যিকারের প্রেম নাকি জাত-বিচার মানে না। তাই মুসলিম ছেলে পালিয়ে বিয়ে করলো হিন্দু প্রেমিকা’কে। এ দোষে ছেলেকে না পেয়ে ছেলের বৃদ্ধ পিতা ও ভাইকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশের বিরুদ্ধে।
অভিযোগ স‚ত্রে জানা যায়- বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার বাদশা ডাক্তারের বাড়ীর আবদুল শুক্কুরের ছেলে শাহদাৎ হোসেন (২৮) এর সাথে একই এলাকার স্বপন মহাজনের মেয়ে মেঘলা মহাজনের (২২) প্রেমের সম্পর্ক চলে আসতে থাকে দীর্ঘদিন যাবৎ ধরে। এ সম্পর্ককে প্রনয়ে রুপ দিতে এক পর্যায়ে তারা উভয়ে পালিয়ে যায়। পরে মেঘলা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করে নিজের নাম পাল্টিয়ে সুনেহেরা ইসলাম (মেঘলা) নাম ধারণ করে এবং গত ১৩ নভেম্বর কোর্টে হাজির হয়ে প্রেমিক শাহাদাৎ হোসেনের সাথে বিয়ে কার্য সম্পন্ন করার মাধ্যমে সুখে শান্তিতে একই সাথে বসবাস করে আসছে। অভিযোগ রয়েছে গত শুক্রবার শেষ রাতের দিকে পুলিশ শাহাদাৎ হোসেনের বোয়ালখালীস্থ গ্রামের বাড়ী থেকে তাঁর অসুস্থ পিতা আবদুর শুক্কুর ও ছোট ভাই জয়নাল আবেদীন জামাল কে তুলে নিয়ে যান। পরদিন শাহদাতের পরিবার বোয়ালখালী থানায় খোঁজ নিয়ে জানতে পারে বোয়ালখালী পুলিশ এ ব্যাপারে কিছুই জানেন না। অনেক খোঁজাখুজির পর জানতে পারে মেঘলা’র নিকটাতœীয় এক পুলিশ কর্মকর্তার প্রভাবে নগরীর ডবল মুরিং থানা পুলিশ বোয়ালখালী থানাকে না জানিয়ে তাদের তুলে নিয়ে শারিরীক নির্যাতন করতে থাকে। যাতে আবদুর শুক্কুর খুবই অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উলাহ্ পিপিএম বলেন- কারা তাদের তুলে নিয়ে গেছেন বা কি জন্য নিয়ে গেছেন তা আমরা কিছুই জানিনা। তবে ওসি ডবলমুরিং সুদীপ কুমার দাশ বোয়ালখালী থেকে দু’আসামীকে আটক করার সত্যতা স্বীকার করে বলেন- স্বপন মহাজন নামের একজন বাদীর সুনির্দিষ্ট অপহরণ মামলায় তাদের আটক করে কোর্টে হস্তান্তর করা হয়েছে।