
বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » আনন্দ বিনোদন | জাতীয় সংবাদ | ফটো গ্যালারী » সংসদ নির্বাচনে জ্যোতি
সংসদ নির্বাচনে জ্যোতি
বিজয় নিউজ: জাতীয় সংসদের সদস্য হতে ময়মনসিংহ-৩ আসনে প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়ে নিজের মনোনয়নপত্র কেনেন তিনি। গত ২রা মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে গৌরীপুর আসনটি শূন্য হয়। এরপর ওই এলাকার জনগণের সমর্থন ও তাদের আগ্রহে মনোনয়নপত্র নিয়েছেন জ্যোতি। তিনি বলেন, সম্পূর্ণ এলাকাবাসীর আগ্রহে প্রার্থী হয়েছি। আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজে আগে থেকেই জড়িত। সে সঙ্গে নানারকম আন্দোলনের সঙ্গে জড়িয়েছি এর আগে। তবে নিজেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কখনোই চিন্তা করিনি। এটা আমার এলাকাবাসীর কারণে। তারা আমাকে যোগ্য ভেবেছেন আর তাদের অনুরোধ রাখতেই প্রার্থী হয়েছি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা ব্যক্ত করে জ্যোতি আরও বলেন, আর যদি দলীয় প্রার্থী নাও হতে পারি তাতে আফসোস নেই। এলাকাবাসী আমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে তা রাজনীতিতে আমাকে আগামী দিনের পথ চলতে সাহায্য করবে। তফসিল অনুযায়ী আগামী ১৮ই জুলাই গৌরীপুর শূন্য আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।