
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী চন্দোনার
কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী চন্দোনার
Bijoynews : থানায় লিখিত অভিযোগ করলেও নেই প্রশাসনের তৎপরতা দাবি মায়ের কুষ্টিয়ার হরিপুরে নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও স্কুল ছাত্রী চন্দনা খাতুনের (১৪) কোন সন্ধান মেলেনি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলেও কোন পাচ্ছে না পিতাহারা কন্যার। অভিযোগ সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের মৃত আহমেদ আলীর কন্যা চন্দনা গত ৩১ অক্টোবর সকালে স্কুলের উদ্দেশ্যে গিয়ে বাসায় আর ফেরেনি। চন্দনা কুষ্টিয়া হরিপুর গার্লস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার মায়ের অভিযোগ, স্বামী মারা যায় অনেক অাগেই। একমাত্র কন্যাকে কষ্টই মানুষ করার জন্য লেখাপড়া করতে দিয়েছিলাম। স্কুলে যাবার পথে শিমুলিয়া কবুরহাট এলাকার আশরাফ উদ্দিনের ছেলে পাভেল (২০) এর সাথে চন্দনার অালাপ হয়। বিভিন্ন সময় পাভেল বিভিন্ন উপহার সামগ্রী এবং একটি মোবাইল ও একটি সিম কার্ড কন্যাকে দেয়। আর এই মোবাইল ফোনের মাধ্যমে তাদের কথাবার্তা হতো। গত ৩১ অক্টোবর তারিখে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে সে অার বাসায় না ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন ক্লাস শেষ করে সে চলে গেছে বলে জানায়। তবে স্কুলের সহপাঠীরা বলেছে পাভেলের সাথে দেখা করতে যাওয়ার কথা বলেছিল। এ বিষয়ে গত ২/১১/১৯ইং তারিখে কুষ্টিয়া মডেল থানায় কন্যার মা রাজিয়া খাতুন বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু সময় অতিবাহিত হলেও পুলিশের কোন তৎপরতা নেই বলে জানালেন মা । কন্যার জন্য মানুষের বাড়িতে কাজ করে লেখাপড়া করাতো । এখন কাজ বাদ দিয়ে মানুষের দারেদারে মেয়েকে খুঁজে চোখের পানি ফেলতে হচ্ছে তাকে। এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের দাবি কথিত প্রেমিক পাভেলকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই তার সন্ধান পাওয়া যাবে বলে তার মা দাবি করছেন।