
শনিবার, ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ঢাকা | পজেটিভ বাংলাদেশ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার মধ্যে ৯৫ লক্ষ টাকা অনুদান বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার মধ্যে ৯৫ লক্ষ টাকা অনুদান বিতরণ
Bijoynews : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১টায় কনফারেন্স রুমে ২৩৬তম প্রশিক্ষণ, অনুদান প্রদান ও পর্যালোচনা সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সদর আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও ৩৪টি সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। এ যাবৎ ১,১২০টি সহযোগী সংস্থার মধ্যে সর্বমোট ১৩৭ কোটি ৯৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ সভায় ৩৪টি সহযোগী সংস্থার মধ্যে ৯৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ অনুদানের অর্থে সহযোগী সংস্থাসমূহ ঘর নির্মাণ, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, চক্ষুসেবা, সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, গাভি, ছাগল ও ভেড়া প্রদান, তাঁত শিল্পে সহায়তা, ভ্যান প্রদান, বাঁশ-বেতের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা, স্যানিটেশন, নলকূপ ও স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, খাদ্য প্রক্রিয়াকরণ প্রশিক্ষণ ও কবুতর প্রদান, মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ, কাঁতা শিল্পে সহায়তা, ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করবে। উল্লেখ্য যে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারের অর্থে দেশের জাতীয় পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওসমূহের মধ্যে অনুদান প্রদান করে থাকে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি জনাব মোঃ সদর আলী বলেন, হতদরিদ্রের হার দ্রুত কমানোর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেখা যায়, ঐ সকল সংস্থা কাজ করার পরও কিছু হতদরিদ্র উন্নয়নের আওতার বাহিরে থেকে যায়। এ সকল হতদরিদ্রদের সহযোগিতা করে উন্নয়নের মূল স্রোতে আনা এবং প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলাই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মূল কাজ। সঠিকভাবে উপকারভোগী বাছাই করতে হবে এবং উপকারভোগীগণ যাতে আবারও পূর্বের দরিদ্র অবস্থায় ফিরে যেতে না পারে সেজন্য সহযোগী সংস্থাসমূহের তদারকির অনুরোধ করেন। সরকার আগামী ১৭ মার্চ ২০২০ হতে ১৬ মার্চ ২০২১ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করেছে। সকলকে যথাযথভাবে মুজিব বর্ষ পালনের আহবান জানান।