মেহেদি রং ওঠার আগেই পূর্ণিমা
বিজয় নিউজ: ২০০৭ সালে বিয়ের পরপরই হাতের মেহেদি রং ওঠার আগেই পূর্ণিমা একটি নাটকে অভিনয় করেছিলেন। আর সে নাটকেই সহশিল্পী হিসেবে ছিলেন মীর সাব্বির। নাটকের নাম ‘মনের রাজা’। এটি ছিল মীর সাব্বির প্রযোজিত প্রথম নাটক। নাটকটির মূল গল্প ছিল মীর সাব্বিরেরই। নির্মাণ করেছিলেন রায়হান খান। এরপর মাঝে চার বছর আগে সিটিসেলের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন পূর্ণিমা ও মীর সাব্বির। চার বছর পর তারা দু’জন আবারো এবারের ঈদে একসঙ্গে পর্দায় আসছেন। সম্প্রতি দুজন অভিনয় করেছেন ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ভিমরতি বিড়ম্বনা’ নাটকে। এটি রচনা করেছেন হামেদ হাসান নোমান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, রাফাতের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। মেধাবী একজন পরিচালক। ভালো কাজ জানেন তিনি। তার নির্দেশনায় কাজ করে ভালো লেগেছে। মীর সাব্বিরের সঙ্গে অনেক দিন পর অভিনয় করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে। মীর সাব্বির বলেন, পূর্ণিমা এমনই একজন নায়িকা, যার সঙ্গে নাটকে কাজ করলে মনে হয় তিনি নাটকেরই একজন মানুষ। কারণ, তিনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে আমাদের ছোটপর্দার শিল্পীদের সঙ্গে কাজ করেন। তার অভিনয়ে এখন আরো অনেক দক্ষতা এসেছে, যা অভিনয় করতে এসে অনুভব করেছি।