
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » সিলেট » মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সেমিনার
মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সেমিনার
বিজয় নিউজ: মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সেমিনার অনুষ্টিত হয়েছে ১৫মার্চ । সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রেসক্লাব মোড় প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। ‘এন্টিবায়োটিক যুক্ত খাবারকে না বলুন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের সিএ মোঃ রেজাউল করিম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মৌলভীবাজার জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও ক্যাব মৌলভীবাজার এর আযোজনে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত সেমিনারে সৃচনা বক্তব্য রাখেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এর সভাপুতিত্বে ও মৌলভীবাজার ভোক্তা অধিকার জেলা মার্কেটিং অফিসার আজবাহার মুন্সির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আজিজুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খাইরুল আলম, ক্যাব সভাপতি এড. আবু তাহের, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর পক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ বর্ণালী দাশ। সেমিনারে অংশ গ্রহন করেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, স্থানীয় সাপ্তাহিক পাতাকুড়ি দেশ সম্পাদক এড. নুরুল ইসলাম শেপুল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক সাংবাদিক শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন- চারিদিকে শুধু ভেজাল আর ভেজাল তা সকলের সহযোগীতার মাধ্যমেই ভেজাল মুক্ত করতে হবে। ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতার মাধ্যমে লিফলেট প্রকাশ ও পত্রিকায় প্রচারনার পক্ষে মতামত ব্যক্ত করেন।
মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে গত সোমবার শহরের ৪টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । এ ওয়ান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, নিউ মেডিকেল হলকে ১ হাজার টাকা, ক্রিসেন্ট মেডিকেল হলকে ২ হাজার টাকা ও মর্ডাণ ফুল-২কে ১৫শ টাকা জরিমানা করা হয়।