
বুধবার, ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » পিরোজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই দুইটি ট্রাক খালে হেলপার নিহত
পিরোজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই দুইটি ট্রাক খালে হেলপার নিহত
বিজয় নিউজ:
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর- মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুধিঘাটা নামক স্থানে বেইলী ব্রীজ ভেঙ্গে দুটি ট্রাক খালে পড়ে যায়। একটি ট্রাকের হেলপার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সাতক্ষীরা থেকে মঠবাড়িয়া যাবার পথে দুটি পাথর বোঝাই ট্রাক একই সময় ব্রিজের উপর উঠলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে দুটি ট্রাকই খালে পড়ে যায়।। একটি ট্রাকের ড্রাইভার জানান, আমি কোন রকমে বের হতে পারলেও আমার গাড়ির সহযোগী (হেলপার) গাড়ির ভেতরে আটকা পড়ে আছে। ধারণা করা হচ্ছে হেল্পার জীবিত নেই। খবর পেয়ে মঠবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পাথরবোঝাই দুটি ট্রাক বেইলি ব্রীজে উঠলে ব্রীজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক দুটির চালক বের হতে পারলেও গাড়ীর হেলপার আসাদুল ইসলাম ঘটনা স্থলেই মারা যান। নিহত আসাদুলের বাড়ী সাতক্ষীরা সদর উপজেলায়।
এ ব্যাপরে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান জানান, ব্রীজটির ধারন ক্ষমতা ৫ টন হলেও পাথর বোঝাই দুটি ট্রাক প্রায় ২৫ টন হওয়ায় ব্রীজটি ভেঙ্গে পড়েছে।
উল্লেখ্য এই ব্রীজটি দুই মাস পূর্বে প্রায় পনেরো দিন যোগাযোগ বন্ধ রেখে সংস্কারকাজ করা হয়েছিল।