
বুধবার, ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ চিত্র | ক্রাইম রির্পোট | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » ফাহাদের পর এবার কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
ফাহাদের পর এবার কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
Bijoynews : ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকায় ছু রিকাঘাতে শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজছাত্র খু’ন হয়েছেন। বিসর্জনের জন্য নাচানাচি করে প্রতিমা নিয়ে যাওয়ার সময় কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ছু’রিকাঘাতে নিহ’ত হয় সে। নিহ’ত শাওন ময়মনসিংহ কমার্স কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী এবং নগরীর ব্রাহ্মপল্লী এলাকার সুভাষ ভট্টাচার্যের ছেলে।