
বুধবার, ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খেলার খবর | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | শিরোনাম » সাঘাটায় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
সাঘাটায় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল এলাকার যমুনা নদীতে সোমবার বিকেলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি। স্থানীয়দের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর এই নৌকা বাইচ প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চুড়ান্ত প্রতিযোগিতাটি স্থগিত রাখা হয় এবং ডেপুটি স্পিকারের উপস্থিতিতে তা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ অন্য জেলা থেকে আসা ১২টি বড় নৌকা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এরমধ্যে চুড়ান্ত প্রতিযোগিতায় ৪টি নৌকা অংশ গ্রহণ করে। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলার বাঘ, দ্বিতীয় দেওয়ান শাহ, তৃতীয় মায়ের দোয়া এবং চতুর্থ স্থান অধিকার করে হযরত শাহজালাল নামের নৌকাটি।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারকারি নৌকাকে দেয়া হয় একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারকারিকে একটি ফ্রিজ, তৃতীয়কে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং চতুর্থ স্থান অধিকারকারিকে একটি সাধারণ টিভি পুরস্কার হিসেবে দেয়া হয়। ছবি সংযুক্ত
মাদকসেবনকালে পলাশবাড়ীতে আটককৃত
ছাত্রলীগ ও তাঁতীলীগের ৫ নেতাকর্মীর
ভ্রাম্যমান আদালতে ৭ দিনের কারাদন্ড
গাইবান্ধা প্রতিনিধিঃ মাদকসেবনকালে পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আটককৃত ছাত্রলীগ ও তাঁতীলীগের ৫ নেতাকর্মির ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।
গোপনসূত্রে খবর পেয়ে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের রংপুর বাসস্ট্যান্ড এলাকায় এক অভিযান পরিচালনা করে। বাসস্ট্যান্ডের অনতিদূরে মিল্টন রোডের একটি কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন সংশ্লিষ্ট অভিযানিক দল মাদক সেবনকালে এদের হাতে নাতে আটক করে।
এসময় মাদক আড্ডায় থাকা ছাত্রলীগ অজ্ঞাত কতিপয় নেতাকর্মি সুযোগ বুঝে পালিয়ে গা ঢাকা দেন বলে জানা যায়। পরে আটককৃতদের গাইবান্ধার জেলা প্রশাসনের আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমান বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটককৃত প্রত্যেককের ৭ দিন করে কারাদন্ডাদেশের রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মামুন অর রশিদ সুমন (১৯), ছাত্রলীগ নেতা আল আমিন (২০), সিজান (২০), আমিনুর (১৯) ও পলাাশবাড়ী পৌর তাঁতীলীগের যুগ্ম আহবায়ক ইমেল মিয়া (১৮)।