
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজশাহী | শিরোনাম » লালপুরে পুলিশের হাতে কামড় দিয়ে মাদক ব্যবসায়ীর পালানোর চেষ্টা
লালপুরে পুলিশের হাতে কামড় দিয়ে মাদক ব্যবসায়ীর পালানোর চেষ্টা
লালপুর ( নাটোর) প্রতিনিধি।
লালপুরে থানা পুলিশের হাতে কামড় দিয়ে মাদক ব্যাবসায়ীর পালানোর চেষ্টা কালে ইয়াবা ও হিরোইন সহ লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্যের ভাই আটক হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে লালপুর থানা পুলিশের একটি দল আজ সোমবার লালপুর - বাঘা সড়কে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে সিএনজি তল্লাশী করতে থাকে। রাজশাহীর বাঘা থেকে আসা একটি সিএনজি তল্লাশীর সময় ২ জন যাত্রী পালানোর চেষ্টা করলে এস আই সেলিম তাদেরকে ধরার চেষ্টা করে। এ সময় যাত্রীবেশী মাদক ব্যবসায়ী তাকে (এসআই সেলিম) কোমড় দিয়ে পালানোর চেষ্টা করে। তার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মাদক ব্যবসায়ী দক্ষিন লালপুরের মৃত নাদের ব্যাপারির ছেলে, লালপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাটোর জেলা পরিষদের সদস্য মতিউর রহমানের ভাই মোজাফফর হোসেন ফিরোজ ( ৩৫)কে আটক করলেও অপরজন পালিয়ে যায়। কামড়ে আহত এসআই সেলিম লালপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে। মামলা নং ৫৬, তাং ৩০/০৯/১৯। এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার পুলিশের হাতে কামড় দিয়ে আসামী পালনোর চেষ্টা করলেও তাকে গ্রেফতার করে থানায় মামলা করা হয়েছে।
লালপুরে ট্রেনের ধাক্কায় একজন আহত
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টশন-ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাঝে বরমহাটি নামক এলাকায় ট্রেনের ধাক্কায় একজন আহত হয়েছে।
লালপুর হাসপাতাল সূত্রে জানাযায়, লালপুরের আজিমনগর রেলস্টশন-ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাঝে বরমহাটি নামক এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি আহত হন। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে লালপুর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তি জানান, তিনি মাগুড়া জেলার শালিকা থানার চুকিনগর গ্রামের ভরত চন্দ্রের ছেলে নাম বিপ্লব (৩০)। তিনি নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসিধীন রয়েছেন।