
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় সংবাদ | পজেটিভ বাংলাদেশ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | শিরোনাম | সম্পাদকীয় » বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার মধ্যে ৮১ লক্ষ টাকা অনুদান বিতরণ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার মধ্যে ৮১ লক্ষ টাকা অনুদান বিতরণ
Bijoynews : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে কনফারেন্স রুমে ২৩৪ তম প্রশিক্ষণ, অনুদান প্রদান ও পর্যালোচনা সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব জনাব হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি। উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তাবৃন্দ ও ৩৩টি সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয় ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ যাবৎ ১,১২০টি সহযোগী সংস্থার মধ্যে সর্বমোট ১৩৬ কোটি ১৮ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ সভায় ৩৩টি সহযোগী সংস্থার মধ্যে ৮১ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ অনুদানের অর্থে সহযোগী সংস্থাসমূহ গরু, ছাগল ও ভেড়া প্রদান, চক্ষুসেবা, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, মৌ চাষ, হস্ত শিল্প, সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, ভ্যানগাড়ী প্রদান, নারী নির্যাতন প্রতিরোধ প্রকল্প, দেশীয় মুরগী প্রদান, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ, তাঁত শিল্পে সহায়তা, ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করবে। উল্লেখ্য যে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারের অর্থে দেশের জাতীয় পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওসমূহের মধ্যে অনুদান প্রদান করে থাকে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হতদরিদ্রের হার দ্রুত কমে গেছে। সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্নভাবে হতদরিদ্রদের উন্নয়নের কাজ করে যাচ্ছে। দেখা যায়, ঐ সকল সংস্থা কাজ করার পরও কিছু হতদরিদ্র উন্নয়নের আওতার বাহিরে থেকে যায়। এ সকল হতদরিদ্রদের সহযোগিতা করে উন্নয়নের মূল স্রোতে আনাই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মূল কাজ। কিছু জনগণ বা গোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন সম্ভব না। তিনি হতদরিদ্রদের উন্নয়নে সহযোগী সংস্থাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
সভাপতি মহোদয় বলেন, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা পাওয়া খুব বেশী দিনের আগের না। বিশ্বের মহামানবেরা মানুষের অধিকার আদায়, মানুষ হিসেবে মানুষের মর্যাদা রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। বঙ্গবন্ধু সেই মহামানবদের একজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মানবীয় মর্যাদা রক্ষা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা ও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন। সভাপতি বলেন, দারিদ্র্য বিমোচন করে একটি কাঙ্খিত জায়গায় আনা রাস্ট্রের দায়িত্ব। হতদরিদ্রদের তাদের জায়গা থেকে বের করে আনা কঠিন। এ ক্ষেত্রে প্রধান অন্তরায় সচেতনতা। তারা নিজেরাই জানে না তাদের কী করতে হবে। তারা নিয়তি কে বিশ্বাস করে সেভাবেই চলে থাকে। সেজন্য তাদের উন্নয়নের মূলস্রোতে আনা কঠিন। এজন্য তাদের মোটিভেশন করতে হবে। সভাপতি বলেন, আমাদের টার্গেট হবে কর্মসূচি যাতে ব্যর্থ না হয়। যদি সঠিক সময়ে, সঠিক এলাকায় সঠিক কর্মসূচি গ্রহণ না করা হয় তাহলে কর্মসূচি কার্যকরী হবে না। সকল বিষয়ে অর্থনৈতিক প্রবাহের বিষয়টি বিবেচনায় আনতে হবে। আমরা যদি যথাযথভাবে দিক নির্দেশনা ও সঠিক পরামর্শ প্রদান করা যায় তাহলে সহযোগী সংস্থার মাধ্যমে বিএনএফ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।