
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
|
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সকাল সোয়া ৮টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় জলদস্যুদের উপস্থিতির গোপন খবর পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ইরান কুখ্যাত জলদস্যু। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। |