
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অনিয়ম-দুর্নীতি | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
Bijoynews : সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু রিতু খাতুন (৮) ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই মামলায় অপহরণের ধারায় একই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম সদর উপজেলার শিয়ালকোল ইউপির শিবনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ওই আদালতের এপিপি এ্যাড. আনোয়ার পারভেজ লিমন মামলার বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় নুর ইসলাম তার প্রতিবেশী নজরুল ইসলামের শিশু কন্যা রিতু খাতুনকে নিজ বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পূর্ব পাশে রোস্তম আলীর পটল ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে গলাটিপে হত্যা করে।