
শনিবার, ২৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | মিডিয়া | ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » আহমেদ কবীর যদি কুষ্টিয়ার ডিসি হইতেন ?
আহমেদ কবীর যদি কুষ্টিয়ার ডিসি হইতেন ?
ইজ্জত আলী :
জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর যদি কুষ্টিয়ার ডিসি হইতেন এবং ঘরে সুন্দরী বউ রাখিয়া তাহার খাস কামরায় নারী লইয়া পরকিয়া করিতেন তাহা ফেসবুকে ভাইরাল হইবার পর আমার সাংবাদিক ভাতিজারা কি ভূমিকা পালন করিতেন ?
জেলা প্রশাসক ঘটনা চাপা দিবার জন্য সাংবাদিক সম্মেলন কিংবা মতবিনিময় করিলে একজন সাংবাদিক নেতা ভাতিজা ডিসি সাহেব কে প্রশ্ন করিতেন “স্যার আপনি যে মহিলার মুখে চুমু খাইলেন ওই মহিলার মুখে কি গন্ধ আছিল ?
Dc সাহেব : না গন্ধ হইবে কেন ? বরং তাহার মুখ দিয়া মিষ্টি ঘ্রাণ বাহির হহইতেছিল ।
Thank You Sir . Thank you . স্যার দয়া করিয়া আগামীকাল সকালে অফিসে থাকিবেন । পুস্পস্তবকের অর্ডার দিয়াছি স্যার ।
ইহায় হইলো বর্তমান কুষ্টিয়ার সাংবাদিকতার হাল-হকিকত !
—————————————————–
অথচ
জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের নারী কেলেংকারী ফেসবুকে ভাইরাল হইবার পর তিনি সাংবাদিক ডাকিয়া বিপাকে পড়িয়া ছিলেন । জামালপুরের সাংবাদিকদের প্রশ্নবাণে অস্থির হইয়াা তিনি মাফ চাহিয়া নারী কেলেংকারীর সংবাদ আর না প্রকাশ করিবার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান ।
ইহায় সাংবাদিকতা । মনে রাখিতে হইবে তেল মারিবার জন্য মহান আল্লাহ তায়ালা ভাতিজাদের হাতে কলম তুলিয়া দেয় নাই ।