
শনিবার, ২৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ চিত্র | অপরাধ জগত | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | ময়মনসিংহ | শিরোনাম » ডিসির সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস, যা বলছেন সেই নারী
ডিসির সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস, যা বলছেন সেই নারী
Bijoynews : জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর ও একজন নারীর একটি ভিডিও ভাইরালের ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে তিনি বলেছেন, ভিডিওটিতে যে পুরুষকে দেখা যায়, তিনি সেই লোক নয়। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে সর্বমহলে বেশ তোলপাড় ও ধিক্কারের ঝড় উঠেছে।যোগাযোগ করা হয় জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে। তিনি এই প্রতিবেদককে বলেন, ফেসবুক আইডি ব্যবহারকারীরা গত ১২দিন ধরে আমার কাছে প্রথমে ৫০০ ডলার এরপর বাংলা টাকা ১ লাখ দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করি। এরপর গত কাল এমন ভিডিও প্রকাশ হয়।
যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেটা কি জেলা প্রশাসকের আওতাধীন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এটা আমাদের আওতাধীন না। সেখানে কি করে সিসি ক্যামেরা আসলো আমি বলতে পারবো না। আমার অফিসের কেউ ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে। আমি এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি।
এই ঘটনার পর অফিস সরকারী নারীর সাথে কি আপনার যোগাযোগ হয়েছে? তিনি বলেন, হ্যাঁ, আমার সাথে ওনার পরিবার ও ওনার কথা হয়েছে। তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনিও এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায়।
জেলা প্রশাসকের বাহিরে আপনি একটি পরিবারের অবিভাবক। এই ঘটনার পর আপনার পরিবারে কি কোন ধরণের আঘাত পড়েছে?
না, আমার পরিবারে কোন ধরণের আঘাত পড়েনি। আমার পরিবারকে বুঝিয়েছি বিষয়টি।
প্রশাসনিক ভাবে কি আপনার সাথে যোগাযোগ করা হয়েছ? এই ঘটনার কি তদন্ত হবে?
আমার সাথে বিভিন্ন উপর মহল থেকে যোগাযোগ করা হয়েছে। জানতে চেয়েছেন। আমি সঠিকটি বলেছি। এরপর কোন ধরণের তদন্ত হবে কিনা আমি বলতে পারছি না।
জামালপুরের জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাজীব কুমার সরকার বলেন, এই ঘটনার পর থেকে বিভিন্ন মহল থেকে আমারা যারা চাকরিতে কর্মরত রয়েছি তাদের কাছে ফোন আসছে, জানতে চাওয়া হচ্ছে। যেটা আমাদের জন্য লজ্জাকর। আমরা বিব্রতকর পরিস্থিতি পড়েছি। এমন ঘটনা আমাদের জন্য কাম্য ছিল না।
জামালপুরের জেলার উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কথা বলতে চাই না।